বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ফিলিপাইনে টাইফুন তাণ্ডবে নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৬, ৫ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে টাইফুন তাণ্ডবে নিহত ৬৬

ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে অন্তত ৬৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ২৬ জন। দেশটির মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শক্তিশালী এই ঘূর্ণিঝড় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস করেছে, সড়ক যোগাযোগ বিপর্যস্ত করেছে এবং হাজারো মানুষের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে।

সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সেবু শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। 

তালিসাই শহরে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সেখানকার বাসিন্দা আইলিন ওকেন বলেন, ‘বছরের পর বছর পরিশ্রম করে যে ঘর বানিয়েছিলাম, এক নিমিষে সব শেষ হয়ে গেল।’

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ছয়জন সামরিক সদস্য রয়েছেন। মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়ার সময় তাদের হেলিকপ্টার আগুসান দেল সুর এলাকায় বিধ্বস্ত হয়।

এটি ফিলিপাইনে আঘাত হানার পর দক্ষিণ চীন সাগর অতিক্রম করে বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার সেখানে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর পাগাসা।

এই ঝড়ের কারণে ভিসায়াস অঞ্চলসহ দক্ষিণ লুজন ও উত্তর মিনদানাও থেকে দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

এর মাত্র এক মাস আগে সেবুর উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বহু মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছিল।

চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা এটি ২০তম ঝড়। এর আগে সেপ্টেম্বর মাসে সুপার টাইফুন ‘রাগাসা’ উত্তর লুজন অঞ্চল দিয়ে বয়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিজয়ী ভাষণে ট্রাম্পকে খোঁচা দিলেন মামদানি
দায়িত্ব ছাড়ছেন আফগান হেড কোচ জোনাথন ট্রট
জোট নয়, নির্বাচনি সমঝোতায় যাবে জামায়াত: আমির শফিকুর রহমান
বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা
খাগড়াছড়ির অগ্নিকাণ্ড: বজ্রপাত থেকে আগুন, পুড়লো ২৩ দোকান