যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪১, ৫ নভেম্বর ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কেন্টাকির লুইসভিলে একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে মুহাম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘লুইসভিল থেকে দুঃসংবাদ এসেছে। এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।’
দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে গভর্নর জানান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বিমানে বিপজ্জনক কোনো পণ্য ছিল না, তবে দুর্ঘটনার প্রভাবে আশপাশের এলাকায় কিছু ঝুঁকি তৈরি হতে পারে। এখনো দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন।
ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) এক বিবৃতিতে জানায়, তাদের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এর পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
মুহাম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগমন ও প্রস্থানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে দুর্ঘটনাস্থলের আশেপাশে কোনো ধ্বংসাবশেষ পেলে তা স্পর্শ না করতে অনুরোধ করা হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ইউপিএসের ২৯৭৬ নম্বর ফ্লাইটটি লুইসভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানান, দুর্ঘটনাস্থলে এখনো আগুন জ্বলছে এবং আশপাশের কয়েকটি সড়ক বন্ধ রয়েছে। তিনি বলেন, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবির) তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে।
গভর্নর বেসিয়ার আরও জানান, বিমানে প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। তবে দুর্ঘটনার কারণ নিয়ে কোনো অনুমান করতে চান না তিনি।
তিনি বলেন, ‘এটি এনটিএসবির তদন্তাধীন বিষয়। আমরা তাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না।’
লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ আশপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে ও দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সহায়তার জন্য পুলিশ ট্রেনিং একাডেমিতে একটি পুনর্মিলন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এনটিএসবির বিবৃতিতে বলা হয়েছে, বুধবার তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছাবে এবং বোর্ড সদস্য টড ইনম্যান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।
