মমতার শুভেচ্ছার জবাবে কী বললেন বলিউড বাদশাহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৫৫, ৫ নভেম্বর ২০২৫
বলিউডের কিং খান শাহরুখ খানের জন্মদিন মানেই অনুরাগীদের উৎসব। গত ২ নভেম্বর পা দিলেন জীবনের ৬০ বছরে। বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছায় ভেসেছে তার দিনটি। শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
‘এক্স’ হ্যান্ডেলে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা ব্যানার্জি লিখেছিলেন—“আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।”
শুভেচ্ছার সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বলিউডের রাজপুত্রের এই বন্ধুত্ব বরাবরই আলোচনায়। ২০১১ সালের পর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তাঁদের একসঙ্গে উপস্থিতিও তা প্রমাণ করেছে বহুবার।
মমতা ব্যানার্জির সেই আন্তরিক বার্তার জবাব দিয়েছেন শাহরুখ খান নিজেই। অভিনেতা তার প্রতিক্রিয়ায় লিখেছেন—“মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।”
এই একটিমাত্র বাক্যেই আনন্দে ভরেছে কলকাতার শাহরুখপ্রেমী ভক্তসমাজ। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে শহরে দেখার আশায় এখন থেকেই দিন গুনছেন তাঁরা।
গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যায়নি শাহরুখ খানকে। নানা ব্যস্ততায় সে সুযোগ হয়নি। কিন্তু এবারের জবাব ইঙ্গিত দিচ্ছে, হয়তো আবারও ফিরবেন দিদির রাজ্যে, শহর কলকাতার সেই প্রিয় মঞ্চে।
