বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

বিতর্ক নিয়েই ৪ দেশে মুক্তি পাচ্ছে ইমরান–ইয়ামির ‘হক’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:১৫, ৫ নভেম্বর ২০২৫

বিতর্ক নিয়েই ৪ দেশে মুক্তি পাচ্ছে ইমরান–ইয়ামির ‘হক’

ধর্মীয় বিতর্কের ঝড় সামলেও মুক্তির আলো দেখতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত ছবি ‘হক’। জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই আইনি জটিলতা ও সেন্সরবোর্ডের পর্যবেক্ষণ ছিল তুঙ্গে।

শাহ বানো পরিবারের অভিযোগ ছিল—‘হক’ চলচ্চিত্রটি তাদের পারিবারিক ইতিহাস ও ইসলামি ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই তারা আদালতের দ্বারস্থ হয়ে ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন করেন।

তবে মঙ্গলবার জানা যায়, সমস্ত বিতর্ক ও মামলা-মোকদ্দমার মধ্যেও সিনেমাটির কোনও দৃশ্য বা সংলাপে কাঁচি চালায়নি ভারতীয় সেন্সরবোর্ড। অর্থাৎ, ‘হক’ মুক্তি পাচ্ছে সম্পূর্ণ ‘আনকাট ভার্সন’সহ।

শাহ বানোর পরিবারের পক্ষের আইনজীবী তৌসিফ ওয়ারসি দাবি করেছিলেন, ছবিটি প্রকাশ্যে এলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। কারণ, নির্মাতারা তাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এই অভিযোগের পর ইন্দোর হাইকোর্টে ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন জমা পড়ে।

তবে আদালত এখনও চূড়ান্ত রায় না দিলেও সেন্সরবোর্ড ছবির আনকাট ভার্সন অনুমোদন করেছে, যা নিয়ে বলিউডে চলছে নতুন আলোচনা।

‘হক’ সিনেমায় ইয়ামি গৌতম অভিনয় করেছেন সাজিয়া বানো নামে এক মুসলিম নারীর চরিত্রে, যিনি অধিকার ও ন্যায়ের জন্য দীর্ঘ লড়াই চালিয়ে যান। তার বিপরীতে আইনজীবী আব্বাস চরিত্রে আছেন ইমরান হাসমি।

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। নারীর অধিকার, আইন ও সমাজের দ্বৈত মানদণ্ডকে কেন্দ্র করে নির্মিত এই গল্প এখন ভারতের বাইরে চার দেশেও মুক্তি পাচ্ছে।

সেন্সর ছাড়পত্রে জানানো হয়েছে, ভারত, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে একইসঙ্গে মুক্তি পাবে ‘হক’।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে