উপস্থাপনায় ফিরছেন তাহসান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:১৩, ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে আবারও টিভি পর্দায় ফিরছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত সিজনে তার প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল, আর এবারও সেই আনন্দময় আবহে ফিরছে অনুষ্ঠানটি।
গতকাল বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়— ডিসেম্বরেই শুরু হবে দ্বিতীয় সিজনের শুটিং। অনুষ্ঠানের প্রথম সিজনটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র, যেখানে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল।
বঙ্গ জানায়, এবারের সিজন হবে আরও বড় আয়োজনের, যেখানে থাকবে আরও বেশি হাসি, উত্তেজনা, আর পারিবারিক আনন্দ। দেশের বিভিন্ন প্রান্তের পরিবারগুলো নিজেদের মধ্যকার বন্ধন, হাসি-ঠাট্টা আর প্রতিযোগিতার মধ্য দিয়ে উপহার দেবে নতুন বিনোদন অভিজ্ঞতা।
এই উপলক্ষে তাহসান বলেন,“‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটা অনুষ্ঠান। কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একত্র করেছে— হাসি, খুনসুটি আর ভালোবাসার এক পরিসর তৈরি করেছে। দ্বিতীয় সিজনে আমরা আরও বড় পরিসরে কাজ করছি, নতুন পরিবারদের সঙ্গে হাসব, খেলব এবং স্মৃতি তৈরি করব।”
