বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

মীরা নায়ারের ছেলেই নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২৮, ৫ নভেম্বর ২০২৫

মীরা নায়ারের ছেলেই নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ জোহরান কে. মামদানি। একসময় তিনি শুধু বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার-এর ছেলে ছিলেন; আজ তিনি নিজেই ইতিহাসের পাতায় নাম লিখেছেন।

জোহরানের মা মীরা নায়ার ভারতের বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা। ‘সালাম বম্বে’, ‘মনসুন ওয়েডিং’, ‘মিসিসিপি মসালা’ ও ‘দ্য নেমসেক’—এই সব আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছবির পরিচালক তিনি। আর জোহরানের বাবা প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক প্রফেসর মাহমুদ মামদানি, যিনি উগান্ডা-জন্ম ভারতীয় বংশোদ্ভূত একজন খ্যাতনামা সামাজিক তাত্ত্বিক।

মায়ের চলচ্চিত্রজগতের ছায়ায় বেড়ে ওঠা জোহরান ছোটবেলাতেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ঘ্রাণ পেয়েছিলেন বাংলা ঘরানার মধ্যে। কারণ, মীরা নায়ারের শৈশব কেটেছে ভারতের ওড়িশা রাজ্যের বাঙালি অধ্যুষিত শহর রাউরকেল্লা ও ভুবনেশ্বরে। বাংলা সংস্কৃতি, ভাষা ও সুর তার হৃদয়ে এমনভাবে মিশে ছিল যে, ছেলেকেও তিনি বাংলা ভাষা শেখান ও বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

‘হ্যারি পটার’ ছেড়ে ‘নেমসেক’—ছেলের এক পরামর্শে বদলে গেল মায়ের পথ

২০০৭ সালে মীরা নায়ারের হাতে আসে এক বিশাল প্রস্তাব—‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স’ পরিচালনার। কিন্তু একই সময়ে তার হাতে ছিল অন্য এক গল্প—ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে ‘দ্য নেমসেক’। ঠিক তখন কিশোর জোহরান, নিজে হ্যারি পটারের ভক্ত হয়েও, মাকে বলেছিল—“মা, তুমি ‘নেমসেক’ই বানাও, এই গল্পটাই আমাদের মতো মানুষের গল্প।”

এই কথাই মীরার সিদ্ধান্ত বদলে দেয়। আর সেদিনের সেই কিশোরের অনুপ্রেরণাতেই তৈরি হয় এক কালজয়ী ছবি, যা আজও বাঙালি দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছে।

এখন সেই অনুপ্রেরণাদায়ী ছেলেই ইতিহাস লিখলেন রাজনীতির পাতায়। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়েছেন—এটাই শহরের ইতিহাসে প্রথমবার কোনো মুসলিমের মেয়র হওয়া।

জয়ের পর মা মীরা নায়ার ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করে লিখেছেন,“সে শুধু আমার ছেলে নয়, সে আমাদের সময়ের আশার প্রতীক।”

চলচ্চিত্রের পর্দা থেকে বাস্তব জীবনে যেন পুনরায় লেখা হলো ‘নেমসেক’-এর গল্প—যেখানে মায়ের স্বপ্নের পথ ধরে ছেলেই এখন বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের নায়ক।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি