বেসরকারি পর্যায়ে আরও ১ লাখ টন চাল আমদানির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০১, ৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
দেশের চালের বাজার স্থিতিশীল করতে বেসরকারি খাতে আরও এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বরাদ্দে ২২২ জন আমদানিকারক নির্ধারিত পরিমাণ চাল আমদানি করতে পারবেন। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই এসব চাল দেশে আনতে হবে।
এর আগে বেসরকারি পর্যায়ে ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, যার মেয়াদ ছিল ৩০ অক্টোবর পর্যন্ত। তবে সেই সময়সীমা শেষ হলেও বাজারে চালের দাম কাঙ্ক্ষিতভাবে কমেনি। ফলে বাজার স্থিতিশীল রাখতে সরকার নতুন করে আরও ১ লাখ টন চাল আমদানির অনুমোদন প্রদান করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, বর্তমানে ভারত থেকে আমদানি করা চালের দাম মেট্রিক টনপ্রতি ৫০০ মার্কিন ডলার। তবে নতুন মৌসুমে ভারতে আমন ধান উঠতে শুরু করায় শিগগিরই একই চাল ৪৫০ মার্কিন ডলারে আমদানি করা সম্ভব হবে।
তিনি বলেন, `নতুন দামে চাল আমদানি করতে পারলে দেশীয় বাজারে প্রতি কেজিতে ৪-৫ টাকা পর্যন্ত কমতে পারে। এতে সরবরাহ বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে।‘
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এমআর বাঁধন জানান, শুরুতে প্রতিদিন ১০০ ট্রাকের বেশি চাল আমদানি হলেও বর্তমানে পরিমাণ কিছুটা কমেছে।
৩ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ২৪ ট্রাক এবং তার আগের দিন ১৮ ট্রাক চাল আমদানি হয়েছে।
তিনি আরও জানান,১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪ হাজার ৪১৭ ট্রাকের মাধ্যমে মোট ১ লাখ ৯১ হাজার ৭৭৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
