বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

অ্যাশেজে নতুন মুখ ওয়েদারাল্ড, দলে ফিরলেন লাবুশেন 

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২০:৩১, ৫ নভেম্বর ২০২৫

অ্যাশেজে নতুন মুখ ওয়েদারাল্ড, দলে ফিরলেন লাবুশেন 

ছবি: বিবিসি

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি দলে ফিরেছেন সাবেক উপ-অধিনায়ক মার্নাস লাবুশেন।

৩১ বছর বয়সী ওয়েদারাল্ড গত মৌসুমে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ১৮ ইনিংসে করেছিলেন ৯০৬ রান, গড় ছিল ৫০.৩৩—যা নির্বাচকদের নজর কাড়ার জন্য যথেষ্ট। ওপেনার উসমান খাজার সঙ্গী হিসেবে তাকেই ভাবা হচ্ছে। কারণ, তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে বাদ দেওয়া হয়েছে।

২০ বছর বয়সী স্যাম কনস্টাস ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। ছয় ইনিংসে তার সংগ্রহ মাত্র ৫০ রান, যার মধ্যে দুবারই আউট হন শূন্য রানে। এ কারণেই অ্যাশেজের দলে সুযোগ হারিয়েছেন তিনি।

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পার্থ টেস্টে খেলতে পারবেন না। ফলে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স এই চোট পান গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। দুজনেরই সাম্প্রতিক ফর্ম ভালো, তাই একাদশে কে থাকবেন—তা নির্ভর করবে কন্ডিশনের ওপর।

এই মর্যাদাপূর্ণ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থের ওয়াকা গ্রাউন্ডে।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট স্কোয়াড:

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি