অ্যাশেজে নতুন মুখ ওয়েদারাল্ড, দলে ফিরলেন লাবুশেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৩১, ৫ নভেম্বর ২০২৫
ছবি: বিবিসি
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি দলে ফিরেছেন সাবেক উপ-অধিনায়ক মার্নাস লাবুশেন।
৩১ বছর বয়সী ওয়েদারাল্ড গত মৌসুমে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ১৮ ইনিংসে করেছিলেন ৯০৬ রান, গড় ছিল ৫০.৩৩—যা নির্বাচকদের নজর কাড়ার জন্য যথেষ্ট। ওপেনার উসমান খাজার সঙ্গী হিসেবে তাকেই ভাবা হচ্ছে। কারণ, তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে বাদ দেওয়া হয়েছে।
২০ বছর বয়সী স্যাম কনস্টাস ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। ছয় ইনিংসে তার সংগ্রহ মাত্র ৫০ রান, যার মধ্যে দুবারই আউট হন শূন্য রানে। এ কারণেই অ্যাশেজের দলে সুযোগ হারিয়েছেন তিনি।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পার্থ টেস্টে খেলতে পারবেন না। ফলে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স এই চোট পান গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। দুজনেরই সাম্প্রতিক ফর্ম ভালো, তাই একাদশে কে থাকবেন—তা নির্ভর করবে কন্ডিশনের ওপর।
এই মর্যাদাপূর্ণ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থের ওয়াকা গ্রাউন্ডে।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।
