বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, জার্মান নার্সের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৫০, ৫ নভেম্বর ২০২৫

কাজের চাপ কমাতে ১০ রোগীকে হত্যা, জার্মান নার্সের আমৃত্যু কারাদণ্ড

জার্মান নার্সের আমৃত্যু কারাদণ্ড। ছবি: বিবিসি

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর আচেনের আদালত এক নার্সকে ১০ জন মুমূর্ষু রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ৪৪ বছর বয়সী ওই পুরুষ নার্স ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ওয়ার্সেলেনের একটি হাসপাতালে একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটান।

প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মরফিন ও মিদাজোলাম ইনজেকশন দিয়ে রোগীদের হত্যা করতেন। রাতের শিফটে দায়িত্ব কমানোর উদ্দেশ্যে তিনি অসুস্থ রোগীদের জীবন শেষ করে দিতেন। আদালতে এই নৃশংসতার জন্য কোনো অনুশোচনা প্রকাশ না করে, নিজের মুখ ঢেকে নির্লিপ্ত অবস্থায় রায় শুনেন অভিযুক্ত নার্স।

আচেন আদালতের রায়ে বলা হয়, এ অপরাধকে “বিশেষত গুরুতর” ধারা অনুযায়ী গণ্য করা হয়েছে। ফলে সাধারণ আজীবন সাজা ভোগীদের মতো ১৫ বছর পর শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ এই নার্সের থাকবে না। জার্মান আইনে এটি সর্বোচ্চ শাস্তির পর্যায়ে পড়ে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ২০০৭ সালে নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন হাসপাতালে চাকরি করেন। ২০২০ সালে তিনি ওয়ার্সেলেনের এই হাসপাতালে যোগ দেন এবং ২০২৪ সালে গ্রেফতার হন। তদন্তে জানা গেছে, তিনি ব্যক্তিত্বজনিত জটিলতায় ভুগছিলেন এবং নিজের দায়িত্ব এড়াতে চরম পদক্ষেপ নিতেন।

কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত মৃতদেহ উত্তোলন ও পরীক্ষার মাধ্যমে আরও হতাহতের প্রমাণ মিলতে পারে। ফলে ভবিষ্যতে অভিযুক্তের বিরুদ্ধে নতুন বিচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই ঘটনা জার্মানির কুখ্যাত সিরিয়াল কিলার নাইলস হোগেল-এর মামলার সঙ্গে ভয়াবহ সাদৃশ্যপূর্ণ। হোগেল ২০১৯ সালে ৮৫ রোগী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড পান, যা আধুনিক জার্মান ইতিহাসের সবচেয়ে বড় চিকিৎসা-সংক্রান্ত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি