বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

বিজয়ী ভাষণে ট্রাম্পকে খোঁচা দিলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:২২, ৫ নভেম্বর ২০২৫

বিজয়ী ভাষণে ট্রাম্পকে খোঁচা দিলেন মামদানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে তিনি শহরের ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একইসঙ্গে শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন। বিজয়ের পর দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি খোঁচা দেন তিনি।

নির্বাচনী জয় উদযাপনে মামদানি মঞ্চে উঠে বলেন,“ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ—আপনি ভলিউমটা বাড়িয়ে নিন!”

তার এই বক্তব্যে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

উল্লেখ্য, ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন—মামদানি জিতলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে হোয়াইট হাউস “শহরের নিয়ন্ত্রণ নেবে”। এর জবাবেই নবনির্বাচিত মেয়রের এই পরোক্ষ কটাক্ষ।

মামদানি বলেন,“নিউইয়র্ক অভিবাসীদের শহরই থাকবে। অভিবাসীরাই এই শহর তৈরি করেছেন, অভিবাসীরাই এই শহর চালান, আর আজ থেকে শহরের নেতৃত্ব দিচ্ছেন একজন অভিবাসী।”

তার এই মন্তব্য ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

ট্রাম্প অবশ্য মামদানির নাম না নিয়েই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ লিখেছেন,“ (শুরুটা হয়েই গেল)।”এই সংক্ষিপ্ত মন্তব্যকে বিশ্লেষকরা রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।

নির্বাচনের আগে থেকেই জনমত জরিপে এগিয়ে ছিলেন মামদানি। তিনি পান ৫০ শতাংশের বেশি ভোট, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পান ৪০ শতাংশের কিছু বেশি, আর রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পান ৭ শতাংশের সামান্য বেশি ভোট।

সোমবার ট্রাম্প কুয়োমোকে সমর্থন জানিয়ে বলেছিলেন,“স্লিওয়াকে ভোট দেওয়া মানেই মামদানিকে ভোট দেওয়া।”তবে স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান।

ডেমোক্র্যাট-সংখ্যাগরিষ্ঠ নিউইয়র্ক সিটিতে শেষবার কোনো রিপাবলিকান মেয়র নির্বাচিত হয়েছিলেন ২০০১ সালে। সেই ঐতিহ্য ধরে রেখেই মামদানি একপ্রকার নিশ্চিত জয় পেয়েছেন।

তিনি কেবল শহরের রাজনীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও নতুন প্রজন্মের প্রগতিশীল ডেমোক্র্যাটদের মুখপাত্র হয়ে উঠছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মামদানির ঐতিহাসিক বিজয়কে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এই জয়কে দেখা হচ্ছে সমঅধিকার ও অন্তর্ভুক্তির প্রতীকী সাফল্য হিসেবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে