বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ইসরায়েলের হাতে ৩০ লাখ মুসলিম নিহত: অভিযোগ হুথি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৪, ৫ নভেম্বর ২০২৫

ইসরায়েলের হাতে ৩০ লাখ মুসলিম নিহত: অভিযোগ হুথি নেতার

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি দাবি করেছেন, গত দুই দশকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে ‘শহীদ স্মরণ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ অভিযোগ তোলেন। এক সপ্তাহব্যাপী এই আয়োজনে শাহাদাত ও প্রতিরোধের চেতনা স্মরণে নানা কর্মসূচি চলছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা মেহের নিউজ।

আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত ও অজেয়। শাহাদাত হচ্ছে ধ্বংস ও অপমান থেকে রক্ষার সবচেয়ে শক্তিশালী প্রাচীর।”

তিনি যুক্ত করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে—গত ২০ বছরে তাদের সামরিক অভিযানে অন্তত ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত। “তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে এমন সময়ে, যখন মুসলিম জাতিগুলো ছিল দুর্বল ও বিভক্ত অবস্থায়,” বলেন হুথি নেতা।

আবদুল-মালিক হুথি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করতে চায়। তারা বিভিন্ন উপায়ে জনগণকে মানসিকভাবে বিভ্রান্ত করছে এবং অর্থনৈতিক ও সামরিকভাবে জিম্মি করছে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের উদাহরণ টেনে তিনি বলেন, “শত্রুরা মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে আত্মসমর্পণ করাতে চায়, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মুসলিম জাতি আজও অবিচল।”

হুথি নেতা আরও বলেন, “এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া বা মানবিকতা নেই। নিজেদের স্বার্থে তারা অন্য দেশের সম্পদ দখল করে এবং সেই জনগণকে শোষণ করে।”

তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে বিশ্বজুড়ে অন্যায় ও দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে