নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২২, ৫ নভেম্বর ২০২৫
ছবি : পিআইডি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এমন নির্দেশনা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে দেওয়া হয়েছে।’
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ। জনগণ যদি নির্বাচনমুখী হয়ে যায়, তবে কোনো গোষ্ঠী কিংবা দুর্বৃত্তচক্র কিছুই করতে পারবে না। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি একসঙ্গে কাজ করে, তাহলে কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন, ‘যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করা। সবাই যদি দায়িত্বশীল ভূমিকা নেয়, তাহলে নির্বাচন হবে এক উৎসবমুখর গণতান্ত্রিক আয়োজন।’
আওয়ামী লীগের জামিন পাওয়া নেতাকর্মীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যদি দেখা যায় কেউ অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব দুস্কৃতকারী গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’
তিনি অভিযোগ করে বলেন, “অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকেও গুজব ছড়ানো হয়। তাই সত্য খবর প্রচারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি প্রকৃত তথ্য তুলে ধরেন, তাহলে এসব অপপ্রচারের কোনো প্রভাবই পড়বে না। এজন্য আমি সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানাই।
