১২২ বছর পর আর্সেনাল, টানা অষ্টম ক্লিন শিটে নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৫৬, ৫ নভেম্বর ২০২৫
ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ছবি: ইনডিপেন্ডেন্ট যুক্তরাজ্য
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে ছুটছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মিকেল আর্তেতার শিষ্যরা।
প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা বুকায়ো সাকা। ফরোয়ার্ড ভিক্টর গায়োকারেসের অনুপস্থিতিতে আক্রমণভাগে নেতৃত্ব দেন স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো, যিনি জোড়া গোল করে জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে ক্লিন শিটসহ টানা অষ্টম ম্যাচে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখলো আর্সেনাল—যা ১২২ বছর পর প্রথমবারের মতো ঘটল। সর্বশেষ এমন রেকর্ড হয়েছিল ১৯০৩ সালে, যা এখন আর্তেতার দলের নামে।
আরেকটি ইতিহাস গড়েছেন তরুণ ফুটবলার ম্যাক্স ডোম্যান। মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক করেছেন এই ইংলিশ প্রতিভা।
এই জয়ের ফলে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রাখল আর্সেনাল—চার ম্যাচে চার জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়, যা দলের আত্মবিশ্বাস আরও উঁচুতে তুলেছে।
রাতের অন্যান্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে ইউনিয়নকে হারায়। জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের ম্যাচ গোলশূন্য ড্র হয়। কোপেনহেগেনকে ৪-০ গোলে হারায় টটেনহাম হটস্পার, আর পিএসভি-অলিম্পিয়াকোস ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
