মাদকাসক্তদের পুনর্বাসনে সম্পূর্ণ সহায়তা দেবে র্যাব
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৫, ৫ নভেম্বর ২০২৫
কক্সবাজারে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা।। ছবি: সমাজকাল
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা। সমাজে মাদকের করাল গ্রাস থেকে মানুষকে রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। তিনি বলেন,“মাদক সমাজের জন্য এক নিঃশব্দ ঘাতক। মাদকাসক্তি থেকে ফিরে এসে আলোর পথে হাঁটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন,“তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যেন কখনও মাদকের ছোঁয়ায় না আসো। নিজেদের সুরক্ষিত রাখো, অন্যদেরও সচেতন করো।”
পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের দিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।
সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।
তিনি বলেন,“মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী একা মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না—এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।”
তিনি আরও যোগ করেন,“কোনো পরিবারে যদি কেউ মাদকাসক্ত হয় এবং তাদের আর্থিক অসচ্ছলতা থাকে, তারা র্যাব-১৫ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। র্যাব তাদের পুনর্বাসনের সম্পূর্ণ খরচ বহন করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তরুণদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের অধিনায়ক মোবারক হোসেন এবং জনপ্রিয় সংগীতশিল্পী মালেক।
অনুষ্ঠানে মালেক শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ও মাদকবিরোধী গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শেষপর্বে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও র্যাব-১৫ অধিনায়ক।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন এবং র্যাব-১৫ এর এই উদ্যোগের প্রশংসা করেন।
