বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

কে এই সরোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৫, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৪, ৫ নভেম্বর ২০২৫

কে এই সরোয়ার

সরোয়ার হোসেন ওরফে বাবলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বিকেলে গুলিবিদ্ধ হন সরোয়ার। পুলিশের খাতায় তিনি একজন ‌‘শীর্ষ সন্ত্রাসী’।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের বহদ্দারহাট এলাকায় বিকেলে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন সরোয়ার। এ সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা হঠাৎ গুলি চালায়। সরোয়ার গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‌‌‌‘সরোয়ার পুলিশের তালিকাভুক্ত টপ টেরর। তার মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে গুলিতে, তবে কে বা কারা গুলি চালিয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়।’

ইসলামী ছাত্রশিবিরের ‘ক্যাডার’ থেকে সন্ত্রাসী সরোয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সরোয়ার হোসেন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। চলতি শতকের প্রথম দশকের মাঝামাঝি সময়ে তিনি পরিচিত হন শিবির নেতা সাজ্জাদ হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে—যিনি চট্টগ্রামের চাঞ্চল্যকর ‘আট খুন মামলার’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে ভারতের কারাগারে বন্দি।

সরোয়ারের নাম প্রথম আলোচনায় আসে ২০০৯-১০ সালের দিকে, যখন চট্টগ্রাম নগরীর বায়েজিদ, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্রবাজি, চাঁদাবাজি ও দখলবাজির একাধিক ঘটনায় তার নাম উঠে আসে।

২০১১ সালে পুলিশের অভিযানে সরোয়ার ও তার সহযোগী ম্যাক্সন গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল, একটি এলজি, দুটি ম্যাগাজিন ও বিপুল গুলি—যা চট্টগ্রামের ইতিহাসে বড় অস্ত্র উদ্ধারের অন্যতম ঘটনা হিসেবে রেকর্ড হয়।

বিদেশে বসে অপরাধচক্র পরিচালনা

২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে সরোয়ার ও ম্যাক্সন বিদেশে পালিয়ে যান। সেখান থেকেই তারা স্থানীয় সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি ও দখলবাজির নেটওয়ার্ক পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের নয়াহাটে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনায় সরোয়ার ও ম্যাক্সনের নাম উঠে আসে। পরে বায়েজিদ থানা পুলিশের অভিযানে পাঁচ যুবক গ্রেপ্তার হয়; তারা পুলিশের কাছে স্বীকার করে যে, ‌‘সরোয়ার ভাই কাতার থেকে ফোনে নির্দেশ দিতেন।’

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরোয়ার হোসেনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি একে-২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি ও এলজি।

চট্টগ্রামের অপরাধ জগতে এক কুখ্যাত নাম

পুলিশের ‘সন্ত্রাসী তালিকায়’ সরোয়ার হোসেন ছিলেন অন্যতম শীর্ষ নাম। তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা চলমান—যার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন ও চাঁদাবাজির মামলা।

২০২৫ সালের জুলাইয়ে বহদ্দারহাটে পুলিশের ওপর হামলায় তিনজন নিহতের ঘটনায়ও সরোয়ার ছিলেন প্রধান সন্দেহভাজন।

নগর পুলিশের এক সিনিয়র কর্মকর্তা সমাজকালকে বলেন, “সরোয়ার শুধু সন্ত্রাসীই ছিলেন না, তিনি ছিলেন এক ধরনের ‘মধ্যস্থ অপরাধ রাজনীতির’ মুখ। স্থানীয় ব্যবসা ও রাজনীতির সীমানা মিশে গিয়েছিল তার কার্যক্রমে।”

রাজনৈতিক মঞ্চেই পতন

জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির এক প্রার্থীর সঙ্গে সরোয়ারের প্রকাশ্যে অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে আলোড়ন তোলে। অনেকে বলছেন, এই উপস্থিতিই হয়তো তার জীবনের শেষ অধ্যায় লিখে দিল।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, পুরোনো শত্রুতা ও নিয়ন্ত্রণ হারানো চাঁদাবাজি নেটওয়ার্কের দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে।

চট্টগ্রামের অপরাধ জগতের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, সরোয়ারের মৃত্যু হয়তো ‘একজন টপ টেরর’-এর পতন, কিন্তু এটি অপরাধচক্রের সমাপ্তি নয়। কারণ তার নেটওয়ার্কে থাকা অনেক সহযোগী এখনো সক্রিয় এবং স্থানীয়ভাবে রাজনৈতিক যোগাযোগও রয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি