নিউইয়র্কে ইতিহাস
মুসলিম মেয়র জোহরান মামদানির উত্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪১, ৫ নভেম্বর ২০২৫
নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত মেয়র জোহরান কওমে মামদানি। ছবি: এনবিসি নিউজ
নিউইয়র্ক সিটি নতুন এক ইতিহাস লিখেছে। মাত্র ৩৪ বছর বয়সে শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান কওমে মামদানি—যিনি একাধারে মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত এবং সমাজতান্ত্রিক চিন্তার ধারক। তিনি সাবেক গভর্নর অ্যানড্রু কুমোকে হারিয়ে এই নজির স্থাপন করেন। ভোটে ছিল রেকর্ড সংখ্যক অংশগ্রহণ, এবং বহুজাতিক সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা তার প্রচারণাকে নগর রাজনীতির এক ব্যতিক্রমী অধ্যায়ে পরিণত করেন।
কে এই জোহরান মামদানি?
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি প্রখ্যাত সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সন্তান। সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা এই তরুণ বোউডয়িন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন পরামর্শদাতা হিসেবে নিম্ন-আয়ের পরিবারগুলোকে উচ্ছেদ থেকে রক্ষা করতে কাজ করেন।
২০২০ সালে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে কুইন্সের অ্যাস্টোরিয়া অঞ্চল থেকে জয়ী হয়ে তিনি রাজনীতিতে প্রবল উপস্থিতি জানান দেন। ২০২৫ সালের শুরুর দিকে তিনি বিয়ে করেন সিরীয় শিল্পী রামা দুয়াজিকে, যার কাজ দ্য নিউ ইয়র্কার, দ্য ওয়াশিংটন পোস্ট ও ভাইস-এর মতো আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
গাজা ইস্যু ও তার অবস্থান
মামদানি যুক্তরাষ্ট্রে সেই অল্প কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধির একজন, যিনি প্রকাশ্যে ইসরাইলের গাজা আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। ২০২৪ সালের ৩১ অক্টোবর এক্স-এ তিনি লিখেছিলেন—“আমি সবসময় তথ্য ও ন্যায়ের ভাষায় স্পষ্ট থাকব: ইসরাইল গণহত্যা চালাচ্ছে।”
তিনি দীর্ঘদিন ধরে বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন আন্দোলনের সমর্থক। এক অনুষ্ঠানে বলেন, “অহিংসার দর্শনেই এই আন্দোলনের ভিত্তি।”
নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করার মন্তব্য করে তিনি বিতর্কের কেন্দ্রেও ছিলেন। ইহুদি সংগঠনগুলোর সমালোচনার জবাবে মামদানি বলেন, “আমার সমালোচনা কোনো ধর্ম বা জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং সরকারের অন্যায় নীতির বিরুদ্ধে।”
নির্বাচনী প্রতিশ্রুতি: প্রগতিশীল নিউইয়র্কের রূপরেখা
মামদানির নির্বাচনী মেনিফেস্টো ছিল সাহসী ও জনমুখী—
পরিবহন: ২০২৭ সালের মধ্যে শহরের সব বাস বিনামূল্যে।
আবাসন: ভাড়াবৃদ্ধি স্থগিত ও সরকারি মালিকানায় স্থায়ী সাশ্রয়ী হাউজিং নির্মাণ।
খাদ্য নিরাপত্তা: প্রতিটি বরোতে পৌরসভা নিয়ন্ত্রিত মুদির দোকান।
শিক্ষা ও শিশু যত্ন: স্কুলের বিনামূল্যে খাবার কলেজ পর্যন্ত, সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা।
অর্থনীতি: কর্পোরেট কর ৭.২৫% থেকে বাড়িয়ে ১১.৫% ও ধনীদের ওপর সারচার্জ—যা থেকে বছরে প্রায় ৯.৪ বিলিয়ন ডলার রাজস্ব আসবে।
জননিরাপত্তা: এনওয়াইপিডি বাজেটের অংশ স্থানান্তর করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সমাজকর্মীদের নতুন বিভাগ Department of Community Safety গঠন।
২০২৫ সালের জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে কুমোকে ১৩ পয়েন্টে হারান মামদানি। র্যাঙ্কড-চয়েস ভোটিং-এর শেষ ধাপেও তিনি এগিয়ে থাকেন। পরবর্তীতে কুমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হন।
বিশ্লেষকদের মতে, এই জয় কেবল এক তরুণ মুসলিম নেতার নয়—বরং নিউইয়র্কের রাজনীতিতে প্রগতিশীল পরিবর্তনের প্রতীক।
