বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের ২৪ সন্তান
বিশেষ প্রতিবেদন
প্রকাশ: ১২:২৪, ৫ নভেম্বর ২০২৫
বিএনপি / ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় উঠে এসেছে প্রভাবশালী রাজনীতিক পরিবারের এক নতুন প্রজন্ম। প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ১৯ জন ছেলে এবং ৫ জন মেয়ে এবার দলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। প্রয়াত দুই নেতার স্ত্রীও মনোনয়ন পেয়েছেন।
দলটির পক্ষ থেকে সোমবার মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়। বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি—সেগুলো শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
মনোনয়ন পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা
ইশরাক হোসেন — প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে; ঢাকা-৬ আসনে মনোনয়নপ্রাপ্ত।
হুম্মাম কাদের চৌধুরী — সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে; চট্টগ্রাম-৭ আসন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে; চট্টগ্রাম-৫ আসন।
মঈনুল ইসলাম খান — প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে; মানিকগঞ্জ-২ আসন।
রাগীব রউফ চৌধুরী — কুষ্টিয়া-২ আসনে সাবেক এমপি আব্দুর রউফ চৌধুরীর ছেলে।
অনিন্দ্য ইসলাম অমিত — প্রয়াত তরিকুল ইসলামের ছেলে; যশোর-৩ আসন।
নাসের রহমান — প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে; মৌলভীবাজার-৩ আসন।
নওশাদ জমির — বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে; পঞ্চগড়-১ আসন।
নারী প্রার্থীদের মধ্যে পরিবারের প্রভাব
মনোনয়ন পাওয়া ১০ নারী প্রার্থীর মধ্যে পাঁচজনই বিএনপি নেতাদের কন্যা—
শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২): প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে
নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩): প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে
আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩): প্রয়াত হারুনার রশিদ মুন্নুর মেয়ে
সানসিলা জেবরিন (শেরপুর-১): জেলা বিএনপি নেতা হযরত আলীর মেয়ে
ফারজানা শারমিন পুতুল (নাটোর-১): প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে
এ ছাড়া মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর, প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা, এবং সাবেক এমপি ভুট্টোর স্ত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
