সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৩, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩২, ৫ নভেম্বর ২০২৫
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই।”
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বনানী মেসে সেনাসদরের আয়োজিত এক ব্রিফিংয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এই মন্তব্য করেন।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন,“সেনাবাহিনীর প্রতিটি সদস্য সিনিয়র নেতৃত্বের প্রতি শতভাগ একমত ও অনুগত। আমাদের ভ্রাতৃত্ববোধ আজ যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃঢ়।”
তিনি আরও উল্লেখ করেন, কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা সেনাবাহিনীর মনোবল ও ঐক্য নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা জনগণের নিরাপত্তা ও সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সুষ্ঠু হলে আমরা দায়িত্ব শেষ করে সেনানিবাসে ফিরে যেতে চাই।”
চলমান জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় সেনা সদস্যদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন ও তাদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা চলছে। সেনা কর্মকর্তার এই বক্তব্য সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর নিরপেক্ষতা ও পেশাদার ভাবমূর্তি পুনরায় নিশ্চিত করল।
