জাপাা বরগুনা জেলার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৪, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩০, ৫ নভেম্বর ২০২৫
জাতীয় পার্টি (জাপা)। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি (জাপা) বরগুনা জেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করতে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন - মোঃ হানিফ মাদবর এবং সদস্য সচিব মোঃ মাঈনুল হাসান রাসেল ।
বুধবার (৫ নভেম্বর) জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশে আগের বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করে জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টি বরগুনা জেলা শাখাকে সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি হলো-
আহ্বায়ক - মোঃ হানিফ মাদবর।
সদস্য সচিব - মোঃ মাঈনুল হাসান রাসেল।
যুগ্ম আহ্বায়ক -মোঃ মোশারফ হোসেন, মোঃ আঃ কাদের মৃধা, আঃ রব মাস্টার, মোঃ সারোয়ার, মোঃ কুদ্দুস শরীফ।
সদস্য-- মোঃ আবু সালেহ স্বপন, মোহাম্মদ হানিফ হোসেন বাবু, মোঃ জাহাঙ্গীর শিকদার, আব্দুর জব্বার গাজী, মোহাম্মদ হারুন অর রশিদ, মোঃ রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলাম শুক্কুর, মোঃ তরিকুল ইসলাম তুহিন, মীরু হিরু, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ আলম আকন, মোহাম্মদ দুলাল সওদাগার, মোহাম্মদ সিদাম জোমাদ্দার, মোহাম্মদ সেলিম মাস্টার, মোঃ আবুল কালাম মাস্টার, মোঃ রানা মিয়া,মোহাম্মদ জাহিদুল ইসলাম মধু, মোহাম্মদ মিরাজ চৌধুরী, মোঃ সোহেল,মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান, মোহাম্মদ মিরাজুল ইসলাম ফিরোজ,মোঃ সুমন মৃধা প্রমুখ।
