নিষিদ্ধ আওয়ামী নেত্রীসহ সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১২:১১, ৫ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রেফতারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় থেকেই তিনি দলের একটি অংশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে ডিবি তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় জান্নাতুল ফেরদৌসসহ সাতজনকে গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, উসকানি ও সংগঠিত অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
