চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ পর্যটকের মৃত্যু
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৬, ৫ নভেম্বর ২০২৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন পর্যটক।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা “মারসা পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই মহাসড়কের ওই অংশে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে যান চলাচলে ঝুঁকি ছিল। দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনদের শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে।
