গজারিয়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫১, ৫ নভেম্বর ২০২৫
১ হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে নৌ-পুলিশ। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে নৌ-পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) ভোরে মেঘনা নদীর গজারিয়া অংশে নৌ-পুলিশের একটি বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘এমভি আসা-যাওয়া-৫’ লঞ্চে তল্লাশি চালানো হয়। এসময় লঞ্চের গোপন কক্ষ থেকে আনুমানিক এক হাজার কেজি জাটকা মাছ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে জাটকার মালিক বা পরিবহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ সমাজকালকে জানান,“জব্দকৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং গরীব দুস্থদের মাঝে বিলি করা হয়েছে।”
অবৈধভাবে জাটকা ধরা ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত জাটকা ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
