বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৩৩, ৫ নভেম্বর ২০২৫

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নব নিউইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: এনবিসি

নিউইয়র্কের নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব। শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও সবচেয়ে কমবয়সি মেয়র হিসেবে বিজয়ের পরই ট্রাম্পকে একহাত নেন মামদানি। তবে ট্রাম্পও নীরব থাকেননি—তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, `...এবং এটি শুরু হলো!’

মঙ্গলবার রাতে বিজয়ী ঘোষণার পর ব্রুকলিনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ডেমোক্র্যাট মামদানি বলেন,`ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি আপনাকে শুধু চারটি শব্দ বলতে চাই—‘আওয়াজটা আরও জোরে তুলুন।‘

তিনি আরও বলেন, `আমাদের মধ্যে কারও কাছে আপনি পৌঁছাতে চাইলে, আপনাকে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে।‘

এই মন্তব্যের ঠিক পরপরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, `...এবং এবার এটা শুরু হলো!’, যা কার্যত দুই নেতার দ্বন্দ্বের সূচনাবার্তা হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী, প্রায় ২০ লাখেরও বেশি ভোটার এবারের নির্বাচনে অংশ নিয়েছেন— যা গত ৫০ বছরে সর্বোচ্চ।

ভোটের প্রায় ৯০ শতাংশ গণনা শেষে দেখা যায়, মামদানি তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর চেয়ে প্রায় ৯ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচনি পরাজয়ের পর ট্রাম্প মন্তব্য করেন,‘ভোট জরিপকারীরা বলছে, ট্রাম্প নামটা ব্যালটে ছিল না—আর ‘শাটডাউন’-এই দুই কারণেই রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে।’

তিনি নির্বাচনের আগে প্রকাশ্যে মামদানির বিরোধিতা করেন এবং নিজের দলের প্রার্থী বাদ দিয়ে কুওমোকে সমর্থন দেন। এমনকি নিউইয়র্কে ফেডারেল তহবিল কাঁটছাটেরও হুমকি দিয়েছিলেন।

তবুও নিউইয়র্কবাসী শেষ পর্যন্ত বেছে নিয়েছে প্রগতিশীল মুসলিম নেতা জোহরান মামদানিকে—যার এই ঐতিহাসিক জয় এখন মার্কিন রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে।

সূত্র: বিবিসি
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা