নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মিকি শেরিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১০, ৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত হলেন এক নারী—ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে পরাজিত করে অঙ্গরাজ্যের ৫৭তম গভর্নর নির্বাচিত হন।
শেরিল তার বিজয়বার্তায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“নিউ জার্সির ৫৭তম গভর্নর হওয়া আমার জীবনের সর্বোচ্চ সম্মান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের কথা শুনবো, সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেবো।”
চার মেয়াদের মার্কিন কংগ্রেস সদস্য শেরিলের এই জয়কে অনেক বিশ্লেষক “লিঙ্গভিত্তিক রাজনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক” হিসেবে দেখছেন।
একই দিনে, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শহর নিউইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেল। ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি শহরটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সী এই কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা ট্রাম্পবিরোধী প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত।
তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন।
এদিকে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার জয় পেয়েছেন। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার একটি বড় সূচক।
বিবিসি, দ্য গার্ডিয়ান ও ইউএস টুডের বিশ্লেষণ বলছে, এই তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের টানা সাফল্য ২০২৬ সালের নির্বাচনের আগে দলটির আত্মবিশ্বাস ও গতি বাড়িয়ে দেবে। নারী নেতৃত্বের বিকাশ ও মুসলিম প্রতিনিধিত্বের এই নতুন অধ্যায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে “বৈচিত্র্যের পুনর্জাগরণ” হিসেবেও দেখা হচ্ছে।
