বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মিকি শেরিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:১০, ৫ নভেম্বর ২০২৫

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মিকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত হলেন এক নারী—ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেলিকে পরাজিত করে অঙ্গরাজ্যের ৫৭তম গভর্নর নির্বাচিত হন।

শেরিল তার বিজয়বার্তায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“নিউ জার্সির ৫৭তম গভর্নর হওয়া আমার জীবনের সর্বোচ্চ সম্মান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের কথা শুনবো, সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেবো।”

চার মেয়াদের মার্কিন কংগ্রেস সদস্য শেরিলের এই জয়কে অনেক বিশ্লেষক “লিঙ্গভিত্তিক রাজনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক” হিসেবে দেখছেন।

একই দিনে, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শহর নিউইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেল। ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি শহরটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মাত্র ৩৪ বছর বয়সী এই কুইন্সের অঙ্গরাজ্য আইনপ্রণেতা ট্রাম্পবিরোধী প্রগতিশীল রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত।

তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন।

এদিকে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার জয় পেয়েছেন। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার একটি বড় সূচক।

বিবিসি, দ্য গার্ডিয়ান ও ইউএস টুডের বিশ্লেষণ বলছে, এই তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের টানা সাফল্য ২০২৬ সালের নির্বাচনের আগে দলটির আত্মবিশ্বাস ও গতি বাড়িয়ে দেবে। নারী নেতৃত্বের বিকাশ ও মুসলিম প্রতিনিধিত্বের এই নতুন অধ্যায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে “বৈচিত্র্যের পুনর্জাগরণ” হিসেবেও দেখা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে