ভাল্লুকের আতঙ্কে জাপানে সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:২৫, ৫ নভেম্বর ২০২৫
জাপানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। স্থানীয় প্রশাসনের অনুরোধে ‘সেলফ-ডিফেন্স ফোর্স’সদস্যরা ইতোমধ্যে আকিতা প্রিফেকচারের দুর্গম অঞ্চলে মোতায়েন হয়েছেন।
কয়েক সপ্তাহ ধরে আকিতা ও পার্শ্ববর্তী ইওয়াতে প্রিফেকচারে ভাল্লুকের উপস্থিতি ও হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০০টির বেশি আক্রমণ ঘটেছে, যাতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ আকিতা অঞ্চলের বাসিন্দা।
স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদেরকে রাতে বাইরে না যাওয়া, বনাঞ্চল থেকে দূরে থাকা এবং ঘরের আশপাশে খাবারের অবশিষ্টাংশ না রাখার নির্দেশ দিয়েছে। গ্রামবাসীদের মধ্যে ঘণ্টা বা শব্দ তৈরি করার যন্ত্র বহনের পরামর্শও দেওয়া হয়েছে, যাতে ভাল্লুক কাছাকাছি এলে শব্দে ভয় পেয়ে পালিয়ে যায়।
আকিতা প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সেনা সহযোগিতা চান। সেনারা এখন স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং নজরদারির কাজ করছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর ভাল্লুক দেখা যাওয়ার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ছয়গুণ বেড়েছে—৮ হাজারেরও বেশি বার।
ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো বুধবার টোকিওতে সাংবাদিকদের বলেন—“ভাল্লুক ক্রমাগত জনবসতি এলাকায় প্রবেশ করছে এবং আক্রমণের সংখ্যা বাড়ছে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
এই সিদ্ধান্তের মাধ্যমে জাপান প্রথমবারের মতো প্রাণী আক্রমণ প্রতিরোধে সেনা সহায়তা নিচ্ছে। পরিবেশবিদরা বলছেন, শীতের আগে খাবারের অভাব এবং বনাঞ্চলে ফলমূল কমে যাওয়ায় ভাল্লুকেরা বসতি এলাকায় নেমে আসছে।সূত্র: রয়টার্স
