‘প্রেমের নদী’-তে আলভি-জেরিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৯, ৫ নভেম্বর ২০২৫
অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান। ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় সংগীত তারকা আকাশ সেন ও দিলশাদ কণা আবারও হাজির হয়েছেন এক নতুন আইটেম গানে। ‘প্রেমের নদী’ শিরোনামের এই গানে কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সংগীত করেছেন আকাশ সেন, আর কণ্ঠ দিয়েছেন কণা।
গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খানকে। তাদের রসায়ন ও পারফরম্যান্সে নতুনত্বের ছোঁয়া আনতে চেয়েছেন পরিচালক টি ডি দীপক।
তিনি বলেন, ‘প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে।’
ভিডিওটিতে রোমান্স, রঙ এবং নৃত্যের মেলবন্ধনে সাজানো হয়েছে ভিজ্যুয়াল গল্প। ‘প্রেমের নদী’ গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউবে, যেখানে ভক্তরা পাবেন আকাশ–কণার সুরেলা জাদুর নতুন অভিজ্ঞতা।
প্রকাশ মাধ্যম: আকাশ সেনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল
গান: প্রেমের নদী
কণ্ঠ: দিলশাদ কণা
সুর/সংগীত: আকাশ সেন
অভিনয়ে: জাহের আলভি ও জেরিন খান
পরিচালনা: টি ডি দীপক
