বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

‘স্পাইডারম্যান ৪’-এ ফিরছে হাল্কসহ একঝাঁক চেনা মুখ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:১০, ৫ নভেম্বর ২০২৫

‘স্পাইডারম্যান ৪’-এ ফিরছে হাল্কসহ একঝাঁক চেনা মুখ

বড় পর্দায় আবারও ফিরছে মার্ভেল দুনিয়ার সবার প্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। টম হল্যান্ড অভিনীত নতুন কিস্তি ‘স্পাইডারম্যান ৪: ব্র্যান্ড নিউ ডে’-তে থাকছে আগের চেয়ে আরও বেশি অ্যাকশন, রহস্য আর তারকার মেলা। মার্ভেল স্টুডিও ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।

ছবির কাহিনি শুরু হবে ‘নো ওয়ে হোম’-এর শেষ মুহূর্ত থেকে, যেখানে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে গিয়েছিল। এবার দেখা যাবে কীভাবে পিটার নতুন পরিচয় ও দায়িত্ব নিয়ে আবারও নিজের জীবন গড়ে তুলছে এবং এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ফেরত আসছে পরিচিত চরিত্রগুলো

টম হল্যান্ড — আবারও ফিরছেন স্পাইডারম্যানের ভূমিকায়। এটি হবে চরিত্রটিতে তার সপ্তম উপস্থিতি।

জেন্ডায়া — থাকছেন মিশেল জোন্স-ওয়াটসন বা এমজে চরিত্রে, যদিও এবারে তার ভূমিকা কিছুটা সীমিত হবে।

জ্যাকব বাতালন — ফিরছেন নেড লিডস চরিত্রে, তবে পিটার-নেডের বন্ধুত্ব এবার কিছুটা অনিশ্চিত।

টনি রেভোলোরি — আগের তিন পর্বের মতো এবারও থাকছেন ইউজিন ‘ফ্ল্যাশ’ থম্পসন হিসেবে।

মাইকেল ম্যান্ডো — ফিরছেন ভয়ংকর ভিলেন স্করপিয়ন (ম্যাক গারগান) হয়ে, ২০১৭ সালের ‘হোমকামিং’-এর পর এটি তার বড় প্রত্যাবর্তন।

জন বার্নথাল — প্রথমবারের মতো মার্ভেল সিনেমা ইউনিভার্সে দ্য পানিশার রূপে হাজির হবেন। এক পর্যায়ে স্পাইডারম্যানের সঙ্গে যৌথভাবে কাজ করতে দেখা যাবে তাকে।

সবচেয়ে বড় চমক: হাল্কের প্রত্যাবর্তন

সবশেষে নিশ্চিত হয়েছে, মার্ক রাফালো ফিরছেন হাল্ক চরিত্রে। এবার তাকে দেখা যাবে পুরোনো ‘স্যাভেজ হাল্ক’ রূপে—অর্থাৎ আরও রূঢ়, শক্তিশালী ও অনিয়ন্ত্রিত এক হাল্ক হিসেবে। মার্ভেলপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে সবচেয়ে বড় সারপ্রাইজ।

মার্ভেল ভক্তদের নতুন প্রত্যাশা

‘ব্র্যান্ড নিউ ডে’ শুধু স্পাইডারম্যান নয়, মার্ভেল ইউনিভার্সের নতুন অধ্যায় শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানে অ্যাভেঞ্জারদের ভবিষ্যৎ, নতুন টিম গঠন এবং পিটারের নিজস্ব নায়কোচিত যাত্রা—সবকিছুই যুক্ত হতে চলেছে এক দারুণ মিশেলে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে