রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪২, ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “রাজনীতি এখন একেবারেই ডাস্টবিনে পরিণত হয়েছে।” তিনি প্রশ্ন তুলেছেন — একজন শিক্ষিত, ভালো পরিবারের মেয়েকে কী কারণে এই নোংরামি রাজনৈতিক পরিবেশে নামতে হবে?
তিনি একটি গতকাল একটি টেলিভিশনের টক শোতে এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, সোশ্যাল মিডিয়া-প্রচলন, প্রতিটি ব্যক্তির হাতে মোবাইল ফোনের উপস্থিতি ও ‘বট আইডি’ ও ‘এআই’ প্রযুক্তির বৃদ্ধির কারণে রাজনৈতিক পরিবেশ আরও খারাপ হয়েছে। তিনি বললেন, “একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ অ্যা ভেরি ব্রাইট ফিউচারড এহেড, উনি কেন পলিটিক্সে আসবেন?”
তিনি আরও অবহিত করেছেন, বিএনপি এবার ২৩৭ জন প্রার্থী মনোনয়ন দিয়েছে, তাতে মাত্র ১০ জনই নারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী নেতৃত্ব কমছে; অনেক দল ৩৩ শতাংশ নারী কোটা পূরণ করতে পারছেন না। রুমিন ফারহানা জানান, “বড় রাজনৈতিক দলে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই … হয়তো পুরুষদের তুলনায় সংখ্যা কম, কিন্তু এত কম নয় যে মাত্র ৩ বা ৪ শতাংশ নমিনেশন তারা পাবে।”
তিনি বললেন, বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় — এ কারণে ‘জোটের বিরোধিতা’ ও ‘আরপিও সংশোধনের বিরোধিতা’ উঠে এসেছে। ছোট দলগুলোর নিবন্ধন ও প্রতীকের প্রশ্নে রুমিন আরও বলেন, “যদি কোনো দলের নিবন্ধন ও প্রতীক থাকে, তাহলে প্রশ্ন হলো— আপনি আপনার রাজনীতি করছেন না কেন? আপনি যদি অন্য দলের প্রতীকে নির্বাচন করতে চান, তাহলে আপনার ছোট দল রাখার প্রয়োজন কী?”
তিনি শেষবারে বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট দলগুলো কখনো বিকশিত হতে পারে না; তারা কখনো নৌকার, কখনো ধানের শীষের সমর্থনে সংসদে যায়… এতে দেশে দ্বিদলীয় ব্যবস্থা আরও শক্তিশালী হয়।”
