বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের আবেগঘন প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪০, ৫ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে দলের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। কিছুদিন আগেও যার পদ স্থগিত ছিল, সেই প্রবীণ নেতার প্রাপ্তি বিএনপির ভেতরে চমক হিসেবেই দেখা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফজলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে কয়েক মাস আগে তার পদ স্থগিত করা হয়। তবে দলের প্রতি তাঁর দীর্ঘদিনের আনুগত্য এবং সংগঠনে গ্রহণযোগ্যতা বিবেচনায় এবার তাঁকে কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
মনোনয়ন পাওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন,“দল আমার ওপর যে আস্থা রেখেছে, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান যে বিশ্বাস দেখিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব।”
তিনি আরও বলেন,“এদেশের মানুষের পক্ষে, বিএনপির রাজনীতির পক্ষে আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি আল্লাহ রহমত করেন এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের মানুষ আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে তাঁদের কল্যাণের জন্য কাজ করব।”
নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি আস্থা প্রকাশ করে এই মুক্তিযোদ্ধা বলেন,“আমার এলাকার মানুষ জানেন আমি তাদের জন্য ভালো কাজ করি। কেউ কোনো দিন বলেনি যে আমি খারাপ কাজ করেছি বা করব। যদি পাঁচ বছর পর কেউ জিজ্ঞেস করেন, আমি যেন বলতে পারি—আমি কথা রেখেছি।”
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যের পর বিএনপি তার পদ সাময়িকভাবে স্থগিত করলেও, এবার দলীয় মনোনয়ন দিয়ে তাঁকে রাজনৈতিকভাবে পূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছে। ফলে কিশোরগঞ্জ-৪ আসনে তার প্রার্থিতা বিএনপির মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
