পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:২৮, ৫ নভেম্বর ২০২৫
ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। ছবি: পিপল ম্যাগাজিন
২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’। সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন ‘উইকেড’-খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। গত সোমবার (৩নভেম্বর) রাতে ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে ঘোষণা করা হয়বেইলির নাম।
গত বছর ‘দ্য অফিস’ ও ‘জ্যাক রায়ান’ তারকা জন ক্রাসিনস্কি পিপল-এর এই খেতাব পেয়েছিলেন। এবার তার জায়গায় এলেন ৩৭ বছর বয়সী জনাথন বেইলি। ম্যাগাজিনটিকে দেওয়া প্রতিক্রিয়ায় বেইলি বলেন, ‘এটা এক বিশাল সম্মান। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, বিষয়টা কিছুটা অবিশ্বাস্যও লাগছে।’ ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন বেইলি। সিকুয়াল এই সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।
এর আগে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এ লর্ড অ্যান্থনি ব্রিজারটন চরিত্রে তাকে দেখা গেছে।জনপ্রিয় এই সিরিজই তাকে এনে দেয় বিশ্বজোড়া পরিচিতি। এছাড়া শোটাইমের সিরিজ ‘ফেলো ট্রাভেলস’-এ অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারের মনোনয়ন পান ২০২৪ সালে। সম্প্রতি গত জুলাই মাসে মুক্তি পাওয় ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
বেইলি জানিয়েছেন, মাত্র পাঁচ বছর বয়সেই তিনি বুঝেছিলেন যে অভিনয়ই হবে তার জীবনের লক্ষ্য। দাদীর সঙ্গে মিউজিক্যাল ‘অলিভার’ দেখতে গিয়েই সেই স্বপ্নের সূচনা ঘটে। পরে তিনি ধীরে ধীরে নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি সমাজসেবক হিসেবেও পরিচিতি রয়েছে বেইলির। যৌন সচেতনতামূলক সংগঠনগুলোকে সহায়তার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দ্য শেমলেস ফান্ড’।
১৯৮৫ সালে প্রথম আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হন মেল গিবসন। তখন থেকেই ম্যাগাজিন ‘পিপল’ প্রতি বছর সেরা আকর্ষণীয় পুরুষ নির্বাচন করে আসছে। এরপর এই সম্মান পেয়েছেন ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, জন এফ. কেনেডি জুনিয়র, ডেভিড বেকহ্যাম, মাইকেল বি. জর্ডান, জন লেজেন্ড, ডোয়াইন জনসন, পল রাড, পিয়ার্স ব্রসনান এবং প্যাট্রিক ডেম্পসি।
সূত্র: এপি নিউজ
