বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৮, ৫ নভেম্বর ২০২৫

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত

বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ চিকিৎসক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মাত্র ৩০ বছর বয়সে তিনি লড়ছেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে।

১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া সানসিলা পেশায় চিকিৎসক। তিনি শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হযরত আলীর মেয়ে। ২০০৮ সালে এসএসসি, ২০১০ সালে এইচএসসি এবং ২০১৬ সালে এমবিবিএস সম্পন্ন করেন তিনি।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে যখন তার পিতা কারাগারে, তখনই শেরপুর-১ আসনে প্রার্থী হন সানসিলা। সেই নির্বাচনে আওয়ামী লীগ দুর্গে ঝড় তোলেন তিনি। ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর আর ভয়ভীতি উপেক্ষা করে প্রিয়াঙ্কা তীব্র প্রতিবাদ গড়ে তোলেন— যা সারা দেশে আলোচিত হয়। দুপুর ১২টার মধ্যেই তিনি প্রায় ৩৫ হাজার ভোট পান, যদিও পরবর্তীতে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ান।

ডা. প্রিয়াঙ্কা বলেন,“২০১৮ সালে শেরপুরের মানুষ ধানের শীষের প্রতীক আর আমাকে যে ভালোবাসা দিয়েছিল, তা আমি কখনও ভুলতে পারব না। এবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন— এজন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন,“শেরপুরকে উন্নত করতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নারীর কর্মসংস্থান খাতে বিশেষ পরিকল্পনা নিয়েছি। নারীদের বড় প্রকল্পে অংশগ্রহণের সুযোগও বাড়ানো হবে।”

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন,“ডা. সানসিলা তরুণ, মেধাবী এবং কর্মঠ। তার নেতৃত্বে শেরপুর-১ আসনে এবার বিপুল ব্যবধানে জয় আসবে। তিনটি আসনই বিএনপির হবে।”

১৯৭৯ সালে এই আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ও সাংবাদিক খোন্দকার আব্দুল হামিদ এমপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জয় পান সাবেক উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর দীর্ঘ সময় ধরে আসনটি বিএনপির বাইরে। এবার ডা. প্রিয়াঙ্কার নেতৃত্বে সেই দীর্ঘ বিরতির অবসান ঘটানোর স্বপ্ন দেখছে দলটি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ