বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৮, ৫ নভেম্বর ২০২৫

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) / ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত সর্বশেষ এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫–এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩২তম, আর দক্ষিণ এশিয়ার তালিকায় ১৭তম। গত বছরও এই র‌্যাঙ্কিংয়ে দেশসেরা হিসেবে স্থান করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিউএস জানায়, র‌্যাঙ্কিং তৈরিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপাতসহ নানা সূচক বিবেচনা করা হয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের—বর্তমানে এর অবস্থান ৫৮৪তম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে।

এই কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ডিন, পরিচালক ও অধ্যাপকরা।

কমিটি শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রমে সৃজনশীল উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতে, এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব এখন র‌্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে।

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫–এও ঢাবি দেশের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করে। ওই তালিকায় বিশ্ববিদ্যালয়টি ২০০ ধাপ এগিয়ে বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।

এছাড়া, ঢাবির ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী–২০২৫ (World Top 2% Scientists) তালিকায়—যা দেশে সর্বোচ্চ। এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কিউএস র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন—“ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রমেই আন্তর্জাতিক মানের গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আমরা শিক্ষা ও উদ্ভাবনে উৎকর্ষ ধরে রাখতে বদ্ধপরিকর।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি