সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:১২, ৫ নভেম্বর ২০২৫
জিতল পাকিস্তান। ছবি: এনডিটিভি স্পোর্টস
হাতে ছয় উইকেট, ক্রিজে দুই সেট ব্যাটার সালমান আগা ও হুসেইন তালাত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য দরকার মাত্র ২৩ রান ২৭ বলে—সব দিক থেকেই একপেশে ম্যাচের আভাস মিলছিল। কিন্তু হঠাৎই ধস নেমে এল পাকিস্তানের ইনিংসে। শেষদিকে রীতিমতো সাসপেন্স জমে যায় ফয়সালাবাদের মাঠে।
শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। এ জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
নতুন অধিনায়ক শাহিনের জয়ের অভিষেক
এই ম্যাচ দিয়েই পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ শাহিন শাহ আফ্রিদির। চাপের মুহূর্তে চার রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচসেরা হয়েছেন ৬২ রানের ইনিংস খেলা সালমান আগা।
রান তাড়ায় ধস নামলেও জয় নিশ্চিত
লক্ষ্য ছিল ২৬৪ রান। সাইম আইয়ুব ও ফখর জামানের ৮৭ রানের উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় পাকিস্তান। সাইম ৩৯ ও ফখর করেন ৪৫ রান। বাবর আজম ফেরেন ৭ রানে। মিডলঅর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৫৫) ও সালমান আগা জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে এনগিডির দারুণ স্পেল পাকিস্তানের ব্যাটিংয়ে বিপর্যয় নামায়। শেষপর্যন্ত শাহিন-আবরারের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে শুরু ভালো, শেষ ব্যর্থ
প্রিটোরিয়াস ৫৭ ও কুইন্টন ডি কক ৬৩ রান করে দলকে ভালো সূচনা দেন। তবে মিডল অর্ডার ভেঙে পড়ায় ৪৯.১ ওভারে প্রোটিয়ারা থামে ২৬৩ রানে। অধিনায়ক ম্যাথিউ ব্রিটজ ৪১ ও করবিন বসচ ৪০ বলে ৪১ রান করে দলকে লড়াকু পুঁজিতে নিয়ে যান।
পাকিস্তানি বোলারদের দাপট
নাসিম শাহ ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। শাহিন আফ্রিদি, সাইম আইয়ুব ও সালমান আগা নেন একটি করে উইকেট।
১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরাটা দারুণ স্মরণীয় করে রাখল পাকিস্তান। দর্শক গ্যালারিতে উল্লাসে ফেটে পড়ে হাজারো সমর্থক—“শাহিনের পাকিস্তান” এক রোমাঞ্চকর জয় পেল সাসপেন্সে মোড়া ম্যাচে।
