বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:১২, ৫ নভেম্বর ২০২৫
বলিউড সুপারস্টার সালমান খান / ফাইল ছবি
বলিউড সুপারস্টার সালমান খান ফের আইনি জটিলতায়। রাজস্থানের কোটা ক্রেতা সুরক্ষা আদালত তার বিরুদ্ধে একটি নতুন নোটিশ জারি করেছে পানমশলার বিজ্ঞাপন নিয়ে করা অভিযোগে। মামলাটি করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি।
অভিযোগে বলা হয়েছে, সালমান খান এমন এক পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন যেখানে দাবি করা হয়েছে—পণ্যে কেশর ব্যবহার করা হয়েছে। কিন্তু আইনজীবী হানির দাবি, এটি বিভ্রান্তিকর প্রচার। তার যুক্তি, ‘‘যেখানে কেশরের দাম কেজিপ্রতি প্রায় চার লাখ রুপি, সেখানে পাঁচ টাকার পানমশলায় আসল কেশর থাকা বাস্তবসম্মত নয়।’’
কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান খান ও পানমশলার উৎপাদনকারী সংস্থার কাছে লিখিত প্রতিক্রিয়া চেয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনে বিভ্রান্তিকর উপাদান থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে আদালত।
আদালত আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। সালমানের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সালমান খান এর আগেও রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে দীর্ঘদিন আদালতে হাজিরা দিয়েছেন। এবার পানমশলার বিজ্ঞাপন তাকে ফের আদালতের দরজায় নিয়ে গেছে, যা তার ব্র্যান্ড ইমেজে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
