বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

রোহিত-কোহলি দলে নেই, ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে জল্পনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:৩৯, ৫ নভেম্বর ২০২৫

রোহিত-কোহলি দলে নেই, ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে জল্পনা

রোহিত শর্মা ও বিরাট কোহলি ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়া সিরিজের পর আবারও বিতর্কে ভারতীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে ভারত ‘এ’ দল ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার।

তবে তাদের বাদ দেওয়া মানে যে তারা ছিটকে গেলেন, তা নয়। বোর্ড সূত্রে জানা গেছে, রোহিত ও কোহলিকে সরাসরি মূল ওয়ানডে দলে রাখার পরিকল্পনা রয়েছে। তবুও, এ দলে নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠছে—বিশেষ করে তাঁদের ভবিষ্যৎ আন্তর্জাতিক পরিকল্পনা নিয়ে।

দলটির নেতৃত্ব দেবেন তরুণ তিলক ভার্মা, সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এটি মূলত আগামী প্রজন্মের তারকাদের আন্তর্জাতিক মঞ্চে প্রস্তুত করার অংশ হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচকরা রোহিত ও বিরাটের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা, তা এখনো পরিষ্কার নয়।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজটি হবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত, আর মূল ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচক কমিটি চায়—তরুণরা যেন বিদেশি প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

অস্ট্রেলিয়া সিরিজে কী করলেন রোহিত-কোহলি?

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে দুই তারকাই ছন্দে ফিরেছিলেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিত শর্মা তৃতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। বিরাট কোহলিও রানের মধ্যে ছিলেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁদের এ দলে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ঘোষণায় দেখা গেল, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে—অথবা বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁদের নিয়ে নতুন ভাবনা চলছে।

ভারত এ দল: তিলক ভার্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষান, আয়ুষ বাদোনি, নিশান্ত সিধু, ভিপরাজ নিগম, মানব সুথর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রভসিমরন সিং।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি