রোহিত-কোহলি দলে নেই, ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে জল্পনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৩৯, ৫ নভেম্বর ২০২৫
রোহিত শর্মা ও বিরাট কোহলি ছবি: ইন্টারনেট
অস্ট্রেলিয়া সিরিজের পর আবারও বিতর্কে ভারতীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে ভারত ‘এ’ দল ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার।
তবে তাদের বাদ দেওয়া মানে যে তারা ছিটকে গেলেন, তা নয়। বোর্ড সূত্রে জানা গেছে, রোহিত ও কোহলিকে সরাসরি মূল ওয়ানডে দলে রাখার পরিকল্পনা রয়েছে। তবুও, এ দলে নাম না থাকা নিয়ে প্রশ্ন উঠছে—বিশেষ করে তাঁদের ভবিষ্যৎ আন্তর্জাতিক পরিকল্পনা নিয়ে।
দলটির নেতৃত্ব দেবেন তরুণ তিলক ভার্মা, সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এটি মূলত আগামী প্রজন্মের তারকাদের আন্তর্জাতিক মঞ্চে প্রস্তুত করার অংশ হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচকরা রোহিত ও বিরাটের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা, তা এখনো পরিষ্কার নয়।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজটি হবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত, আর মূল ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচক কমিটি চায়—তরুণরা যেন বিদেশি প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
অস্ট্রেলিয়া সিরিজে কী করলেন রোহিত-কোহলি?
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে দুই তারকাই ছন্দে ফিরেছিলেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিত শর্মা তৃতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। বিরাট কোহলিও রানের মধ্যে ছিলেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁদের এ দলে দেখা যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু ঘোষণায় দেখা গেল, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে—অথবা বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁদের নিয়ে নতুন ভাবনা চলছে।
ভারত এ দল: তিলক ভার্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষান, আয়ুষ বাদোনি, নিশান্ত সিধু, ভিপরাজ নিগম, মানব সুথর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রভসিমরন সিং।
