বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাও বিপিএলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৩২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫২, ৫ নভেম্বর ২০২৫

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাও বিপিএলে

বিপিএল ট্রফি। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে আলোচিত খেলোয়াড়দেরও এবার দেখা যাবে মাঠে। গভর্নিং কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে নাম থাকা খেলোয়াড়দের ড্রাফট থেকে বাদ দেওয়া হবে না। ফলে তারাও পারফরম্যান্সের ভিত্তিতে দল পেতে পারেন।

তবে অভিযুক্ত কোচ ও কর্মকর্তারা এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারবেন না। শুরুতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের পুরোপুরি বাইরে রাখা হবে। কিন্তু শেষ মুহূর্তে অবস্থান পাল্টেছে গভর্নিং কাউন্সিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “আমরা চাইলেও তাদের পুরোপুরি বাদ দিতে পারছি না। কারণ অনেকের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণের আগেই নিষেধাজ্ঞা দিলে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। তবে সন্দেহভাজন খেলোয়াড়দের ওপর এবার থাকবে বিশেষ নজরদারি—তাদের চলাফেরা, যোগাযোগ এমনকি ফোনকল পর্যন্ত পর্যবেক্ষণে রাখবে দুর্নীতি দমন ইউনিট।

এদিকে, এবারের বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দুটি দলের মালিকানায় রয়েছেন সন্দেহভাজন ব্যক্তিরা। আইসিসির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তাদের বিষয়ে পর্যবেক্ষণ পাঠিয়েছে এবং সংশ্লিষ্ট দলগুলোকে বিতর্কিত অংশীদারদের বাদ দিতে বলা হয়েছে।

গভর্নিং কাউন্সিল আরও প্রস্তাব দিয়েছে, বোর্ডের যেসব পরিচালক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত, তারা যেন বিপিএল সংক্রান্ত আলোচনায় অংশ না নেন। এমন পরিচালকদের কাছ থেকে ‘সেলফ ডিক্লারেশন’ নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, যদিও অনেকেই বিষয়টি ভালোভাবে নেননি।

সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এবারের বিপিএল।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি