স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১:০১, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:০২, ৫ নভেম্বর ২০২৫
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু। ছবি: সংগৃহীত
বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।
আগামী ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন শাখায় উদ্যাপিত হবে এই বিশেষ সপ্তাহ। এ সময় দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার — একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি!
প্রদর্শিত হবে চারটি কালজয়ী সিনেমা
হুমায়ুন আহমেদের উপন্যাস ও চিত্রনাট্যে নির্মিত চারটি জনপ্রিয় চলচ্চিত্র বড় পর্দায় আবারও দেখা যাবে এই সপ্তাহে। এগুলো হলো—
‘দারুচিনি দ্বীপ’ (পরিচালক: তৌকীর আহমেদ)
‘নয় নম্বর বিপদ সংকেত’
‘আমার আছে জল’
‘ঘেটুপুত্র কমলা’
স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় প্রদর্শিত হবে সিনেমাগুলো।
‘দারুচিনি দ্বীপ’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। ‘নয় নম্বর বিপদ সংকেত’ রম্যধর্মী কাহিনির জন্য আজও দর্শকের মনে জায়গা করে রেখেছে। ‘আমার আছে জল’ এবং ‘ঘেটুপুত্র কমলা’— এই দুই চলচ্চিত্রও হুমায়ুনপ্রেমীদের কাছে আবেগময় স্মৃতি হয়ে আছে। বিশেষ করে ‘ঘেটুপুত্র কমলা’ ছিল হুমায়ুন আহমেদের পরিচালিত শেষ সিনেমা, যা বাংলাদেশের পক্ষ থেকে অস্কার-এর বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,“আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ুন আহমেদ একটি জাদুকরী নাম।
সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তার অবদান অপরিসীম। মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। তার সিনেমাগুলো অনেকটা আমাদের যাত্রার অংশ। তাই তার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দর্শকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি।”
তিনি আরও বলেন,“যারা আগে বড় পর্দায় সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। হুমায়ুন আহমেদের সিনেমা মানেই অন্যরকম এক অনুভূতি। এই আয়োজনে সহযোগিতার জন্য আমরা ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।”
আয়োজনের সময়সূচি
সময়কাল: ৭–১৩ নভেম্বর ২০২৫
স্থান: স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখা
অফার: একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি
