এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা আমীর খসরুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১:৫৮, ৫ নভেম্বর ২০২৫
ছবি: ওয়েবসাইট
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গণসংযোগ চলাকালে প্রার্থীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও ন্যক্কারজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
আমীর খসরু আরও বলেন, ‘নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের এক ষড়যন্ত্র হতে পারে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পূর্ব বায়েজিদ এলাকার চাইল্লাতলীতে গণসংযোগকালে এরশাদ উল্লাহ ও তার সঙ্গে থাকা কয়েকজনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহসহ অন্তত তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে এরশাদ উল্লাহর চিকিৎসা চলছে।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এ ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টার অংশ বলে অভিহিত করেছে।
