বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শেষ ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২৩, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:০৭, ৬ নভেম্বর ২০২৫

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শেষ ৩১ জানুয়ারি

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের কাজ ২ নভেম্বর থেকে শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীসহ পুরো ঢাকা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের কাজ ২ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

ঢাকার জেলা প্রশাসক কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এ ব্যাপারে কার্যালয়ের কর্মকর্তারা জানান, নবায়নের সময় অস্ত্রধারীদের সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে গুলি ছাড়া অস্ত্রটি শারীরিকভাবে প্রদর্শন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীদের অনলাইন ফি পরিশোধের চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মূল লাইসেন্স জমা দিতে হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১০ জুলাই জারি করা ‘অস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতি ২০২৫’ অনুযারি, পিস্তল ও রিভলভারের (ব্যক্তিগত পর্যায়) নবায়ন ফি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বন্দুক, শটগান ও রাইফেলের (ব্যক্তিগত পর্যায়) জন্য ফি ১০ হাজার টাকা।

অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যাংকের দীর্ঘনল (গান, শটগান, রাইফেল) নবায়ন ফি ১০ হাজার টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার টাকা।

অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্র মেরামত প্রতিষ্ঠানের নবায়ন ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্স নবায়ন ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সব ক্ষেত্রেই নবায়ন ফির সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১০ শতাংশ উৎস কর (টিডিএস) প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি