অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১১, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৬, ৫ নভেম্বর ২০২৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, “এখনই নিশ্চিত করে বলা যাবে না যে অস্ত্র চুরি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।”
বুধবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এসময় নাসিমুল গনি আরও বলেন, “ওখানে কিছু অস্ত্রের স্যাম্পল ছিল। প্রচণ্ড তাপে সেগুলো নষ্ট হয়ে গেছে বা ছড়িয়ে পড়েছে। অনেক সময় এসব স্যাম্পল টেন্ডার শেষে বিমানবন্দরে পড়ে থাকে। নিয়ম অনুযায়ী ২১ দিন পর সেগুলো কাস্টমস থেকে রিলিজ হওয়ার কথা। তাই বিষয়টি জটিল, তদন্তে এসবই খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি জানান, বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ টন মালামাল আসে, যার একটি অংশ দ্রুত ডিসপোজাল হয় এবং বাকিগুলো থেকে যায়। তালিকাটা অনেক বড়। তাই এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”
এর আগে গত ১৯ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ১৬ সদস্যের কোর কমিটি গঠন করা হয়, যার সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
