বরুণ ধাওয়ানের রণরঙ্গে ফিরছে ‘বর্ডার ২’!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৪১, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:১৭, ৫ নভেম্বর ২০২৫
ছবি: বলিউডহাঙ্গামা ডট কম
বলিউডে ফিরছে ভারতের সবচেয়ে আবেগঘন যুদ্ধগাথা— ‘বর্ডার’। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই ঐতিহাসিক ছবি শুধু সিনেমা ছিল না, ছিল এক জাতির গর্ব ও আত্মসম্মানের প্রতীক। আর সেই উত্তরাধিকার নিয়েই এবার আসছে ‘বর্ডার ২’, যেখানে নতুন প্রজন্মের মুখ হয়ে যুদ্ধক্ষেত্রে নামছেন বরুণ ধাওয়ান।
বুধবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। টি-সিরিজ ফিল্মসের প্রকাশ করা পোস্টারে দেখা যায়—ধোঁয়ায় মোড়া রণক্ষেত্রে বন্দুক হাতে ছুটে চলেছেন বরুণ, চোখে যেন আগুনের ঝলক। ক্যাপশনেই ধরা পড়েছে ছবির সারকথা—‘বর্ডার তার কর্তব্য, ভারত তার প্রেম।’
মাত্র কয়েক ঘণ্টায় পোস্টার ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। কেউ লিখেছেন, ‘এটা হবে বছরের ব্লকবাস্টার, ১০০০ কোটির ব্যবসা হবেই।’ আবার কেউ বলছেন, ‘এই পোস্টারই গায়ে কাঁটা দিচ্ছে—সিনেমা হলে না দেখা পর্যন্ত শান্তি নেই!’
অনুরাগ সিং পরিচালিত ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে রয়েছেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, আহান শেট্টি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়া।
প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত।
১৯৯৭ সালের ‘বর্ডার’ পরিচালনা করেছিলেন জে.পি. দত্ত নিজেই। ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধ থেকে অনুপ্রাণিত সেই সিনেমা ভারতের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল যুদ্ধচলচ্চিত্র হয়ে ওঠে। সানি দেওল, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্নাদের অসাধারণ অভিনয় এবং ‘সন্দেশে আতে হ্যায়’ গানটি গোটা ভারতকে কাঁদিয়েছিল!
এই আবেগঘন গানটি এবার ফিরছে নতুন রূপে—অরিজিৎ সিং ও সোনু নিগগের কণ্ঠে। প্রযোজকদের ভাষায়, এটাই হবে বর্ডার ২-এর ‘আত্মার সংবেদনশীল স্পর্শ’।
প্রযোজক ভূষণ কুমার বলেন, “‘বর্ডার’ কেবল এক সিনেমা নয়, এটি প্রতিটি ভারতীয়র অনুভূতির অংশ। বর্ডার ২-এর মাধ্যমে আমরা সেই গর্ব ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।”
‘বর্ডার ২’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে। অর্থাৎ দেশপ্রেমের আবেগে ভরপুর এক নতুন অধ্যায় দেখতে চলেছে ভারতীয় সিনেমা!
