মামদানির পরিচালক মা মীরা নায়ার যা বললেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৫৯, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫৮, ৫ নভেম্বর ২০২৫
মীরা নায়ার ও জোহরান মামদানি। ছবি: ফ্রেডেরিক জে ব্রাউন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এখন ইতিহাসের সাক্ষী। তরুণ মুসলিম রাজনীতিবিদ জোহরান মামদানি হয়েছেন শহরটির নতুন মেয়র।
মাত্র ৩৪ বছর বয়সে এই ডেমোক্র্যাট নেতা নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে এক শতাব্দীরও বেশি সময়ের রেকর্ড ভেঙেছেন। বিশ্বজুড়ে তার এই বিজয় আলোচনার ঝড় তুলেছে—শুধু মার্কিন রাজনীতিতে নয়, দক্ষিণ এশীয় তরুণদের মধ্যেও অনুপ্রেরণার নতুন আলো জ্বেলে দিয়েছেন মামদানি।
জোহরানের মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, ছেলের এই ঐতিহাসিক সাফল্যে গভীর আবেগ প্রকাশ করেছেন।
বলিউডের পরিচালক জোয়া আখতার সোশ্যাল মিডিয়ায় লেখেন—“মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা, জোহরান মামদানি।”
তখন সেটি শেয়ার করে মীরা নায়ার লিখেছেন, “জোহরান, তুমি সত্যিই অসাধারণ।”
এই সংক্ষিপ্ত অথচ গভীর মন্তব্যেই ফুটে উঠেছে একজন মা ও একজন শিল্পীর গর্ব, যিনি সবসময় বিশ্বাস করতেন তার ছেলের মধ্যে রয়েছে সমাজ বদলের শক্তি।
জোহরানের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। এরপর ধাপে ধাপে তিনি নিউ ইয়র্কের জনপ্রতিনিধি হয়ে মানুষের আস্থা অর্জন করেন। আজ তার বিজয় বিশ্বব্যাপী প্রমাণ করছে—নেতৃত্বের ভাষা ধর্ম, বর্ণ বা জাত নয়; সেবা আর সততা।
