তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০:০২, ৫ নভেম্বর ২০২৫
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
নায়িকা তানজিন তিশা এবার জড়িয়ে গেলেন এক বিতর্কে— শাড়ি প্রতারণার অভিযোগে দায়ের হয়েছে মামলা। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর আদালতে ফ্যাশন উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় (প্রতারণা ও বিশ্বাসভঙ্গ) — মামলা নম্বর সি.আর ৯৬২/২০২৫।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিনিময়ে ‘এ্যাপোনিয়া ফ্যাশন’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকার একটি শাড়ি নেন। চুক্তি ছিল, তিনি শাড়িটির দাম পরিশোধ না করে সেটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রমোট করবেন।
অভিযোগ অনুযায়ী, তিনি না প্রচার করেছেন, না টাকা পরিশোধ করেছেন।
পরে এ্যাপোনিয়া ফ্যাশনের কর্ণধার ঝিনুক তিশার সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ভয়েস কলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। ওই কথোপকথনের রেকর্ড থেকেই প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে মামলায় দাবি করা হয়েছে।
ঘটনার পর ঝিনুকের পক্ষে আইনজীবী সলিমুল্লাহ সরকার গত ২২ অক্টোবর তানজিন তিশার ঠিকানায় ও হোয়াটসঅ্যাপে আইনি নোটিশ পাঠান, যেখানে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা প্রার্থনা করার দাবি জানানো হয়।
তবে তিশা নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি। বরং নিজের ফেসবুক পেজে লেখেন—এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষ প্রতারণা ও মানহানির অভিযোগে আদালতে আশ্রয় নেয়।
‘এ্যাপোনিয়া ফ্যাশন’-এর কর্ণধার ঝিনুক বলেন,“যে কোনো পেশায় নৈতিকতার জায়গা থাকে। একজন তারকা যদি ব্যবসায়িক প্রতিশ্রুতি ভঙ্গ করেন, সেটি শুধু হতাশাজনক নয়, পুরো সমাজে ভুল বার্তা দেয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায়বিচারের আশায় আছি।”
শুরুতেই তানজিন তিশা ফেসবুকে দাবি করেন, “ওই শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল।”
সেই বক্তব্যকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে বাদীপক্ষ এটিকে মানহানিকর স্ট্যাটাস হিসেবে মামলা সংযুক্ত করেছে।
এমন এক সময়েই মামলা হলো, যখন তানজিন তিশা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও, এর আগেই তিনি ‘প্রতারণা মামলার আসামি’ হিসেবে আলোচনায় এলেন।
