প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৮, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৬, ৫ নভেম্বর ২০২৫
ছবি: ওয়েবসাইট
প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সম্প্রতি এনআইডির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই আদেশ জারি করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আগামী ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে, তাদের আবেদন এনআরবি মেনুর মাধ্যমে সিএমএস (CMS) পোর্টালে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তাদের আবেদন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রিন্ট করে সরেজমিন তদন্ত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত শেষ হওয়ার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন মহাপরিচালক বরাবর পাঠাতে হবে বলে নির্দেশনায় জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ১ সেপ্টেম্বরের পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে, তবে তা বাতিল না করে `ডকুমেন্ট সংযুক্ত নেই’ বলে মন্তব্য করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ডকুমেন্ট যুক্ত হলে তদন্ত কার্যক্রম চালানো হবে।
এছাড়া আগামী ৬ নভেম্বরের মধ্যে সরেজমিন তদন্তের প্রতিবেদন সিএমএস পোর্টালে আপলোড করে Approved/Reject অপশন নির্বাচন করে প্রতিটি আবেদন নিষ্পত্তির জন্য অনুরোধ জানানো হয়েছে। বাতিল করা আবেদনগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ লিপিবদ্ধ করারও নির্দেশ দিয়েছে এনআইডি।
এই পদক্ষেপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
