বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

৫০.৪% ভোটে মেয়র নির্বাচিত মামদানি

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২২:০২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩২, ৫ নভেম্বর ২০২৫

৫০.৪% ভোটে মেয়র নির্বাচিত মামদানি

নব নির্বাচিত নিউইয়র্কের মেয়র জোহরান কোয়ামে মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি—শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও প্রথম আফ্রিকায় জন্ম হওয়া মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তিনি পেয়েছেন ৫০ দশমিক ৪ শতাংশ ভোট, যা ডেমোক্র্যাটিক জয়ের পাশাপাশি একটি রাজনৈতিক বার্তাও হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের শুরুর দিক থেকে তীব্র দুশ্চিন্তার মধ্যে ছিলেন প্রতিদ্বন্দ্বীরা; শেষপর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নিজের সমর্থন তুলে ধরেন মামদানির বড় প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর পক্ষে। ট্রাম্প বলেন, “কুয়োমো কাজের মানুষ, মামদানি নয়”—তবে শেষ মুহূর্তের এই ট্রাম্প–কণ্ঠস্বরও ভোটের ফলকে পাল্টাতে সক্ষম হয়নি।

মামদানি জয় সম্পর্কে সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, নিউ ইয়র্কের এই বিজয়ই প্রমাণ করেছে, কীভাবে ডোনাল্ড ট্রাম্পকে হারানো যায়। প্রতিকূল রাজনৈতিক আবহে তিনি দাবি করেছেন—নিউ ইয়র্ক, যে শহর থেকেই ট্রাম্পের উত্থান হয়েছিল, সেই শহরটাই পরিবর্তন দেখিয়েছে এবং “রাজনীতির অন্ধকার সময়ে নিউইয়র্ক আলোর প্রতীক হবে।”

নিউ ইয়র্কের মতো বৈচিত্র্যপূর্ণ, গণমানুষের শহরে মামদানির জয় কেবল স্থানীয় ইস্যুই নয়; এটি জাতীয় রাজনৈতিক বার্তা হিসেবে ধরা হবে বিশেষত ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল রাজনীতিতে—মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের বক্তব্য ও তার শাণিত কণ্ঠস্বরও নিউ ইয়র্কের ভোটারের মূল্যবোধ ও বাস্তব ইস্যুগুলোকে প্রতিদ্বন্দ্বিতায় হারাতে পারেনি—এটি পরিষ্কার করে দিয়েছে স্থানীয় তৃণমূলের অনুপ্রেরণা, নীতি-ভিত্তিক প্রচারণা ও বহুবিবিধ ভোটার ব্লকের সমন্বয়।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়রাই থাকছেন বিপিএলে
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
ঋষভ পান্থের দাপুটে প্রত্যাবর্তন, বাদ মোহাম্মদ সামি
স্যান্টনারের ঝড়ো লড়াইও হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড
মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা
ভারত-নেপালের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি