ইসলামোফোবিয়া ও বৈষম্য প্রতিরোধের প্রতিশ্রুতি মামদানির
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:৪৮, ৫ নভেম্বর ২০২৫
জোহরান মামদানি নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম জনসভায় ইসলামোফোবিয়া ও বৈষম্য প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।
মামদানি বলেন, ‘নিউইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান থাকবে না। আমরা এমন এক শহর গড়ে তুলব যেখানে বিভাজন ও ঘৃণার রাজনীতিকে স্থান দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘শহরকে সকলের জন্য সমান ও সাশ্রয়ী করে তোলার পাশাপাশি জাতীয় মডেল হিসেবে প্রমাণ করবেন যে, রাজনৈতিক ক্ষমতা জনগণের জন্য কাজ করতে পারে।’
মামদানি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নিউইয়র্কের মানুষ আমাকে পরিবর্তনের জন্য এবং নতুন রাজনৈতিক পথনির্দেশের জন্য ম্যান্ডেট দিয়েছে। আমরা একটি সাহসী নতুন পথ গ্রহণ করলে ধনাত্মক শক্তি ও কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবো।’
নির্বাচনী প্রচারণায় মামদানি মূলত সাশ্রয়ী জীবনযাত্রা, সামাজিক সেবা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে থাকা এক মিলিয়নেরও বেশি মুসলিম এবং সব সম্প্রদায়ের মানুষ কেবল শান্তিতে বসবাসই করবে না, বরং শক্তি ও ক্ষমতার কেন্দ্রেও তাদের অংশীদারিত্ব থাকবে।’
নিউইয়র্ক সিটির নতুন ইতিহাস রচনার এই মুহূর্তে মামদানি ধর্মীয় বৈষম্য, সামাজিক বিভাজন ও অর্থনৈতিক অসাম্য মোকাবিলায় শহরবাসীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
