আল-আজহারের আয়োজনে হাফেজদের বর্ণাঢ্য সংবর্ধনা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:০৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০৮, ৪ নভেম্বর ২০২৫
মিশরের গিজা শহরে কোরআনের হাফেজদের সম্মান জানাতে আল-আজহারের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ হাজার ৩০ জন ছেলে-মেয়ে অংশ নেয়, যাদের মধ্যে ছয় শতাধিক শিক্ষার্থী আল-আযজহারের বিভিন্ন প্রতিষ্ঠানের।
গিজার গামজা আল-কুবরা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে আল-আজহারের শীর্ষ আলেম, কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবছরের মতো এবারও ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে এবং আল-আজহারের গ্র্যান্ড শায়খ আহমদ আল-তাইয়েবের তত্ত্বাবধানে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. সালামা দাউদ কোরআনের হাফেজ এবং তাদের পরিবারকে অভিনন্দন জানিয়ে বলেন, আল-আজহারের মূল লক্ষ্য ইসলাম ও মুসলিম উম্মাহর ঐতিহ্য সংরক্ষণ করা। যারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন তারা আল্লাহর বিশেষ বান্দা।
ড. দাউদ আরো বলেন, এই অনুষ্ঠান আল-আজহারের সেই নীতির বাস্তব রূপ, যেখানে কোরআন মুখস্থ রাখা এবং বিশুদ্ধ হাদিসের অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। যতদিন উম্মাহর মধ্যে কোরআনের হাফেজ থাকবে, ততদিন মুসলিম জাতি বিজয়ী ও সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানের শেষাংশে পুরো কোরআন মুখস্থ করা সেরা দুইশ দশজন হাফেজ-হাফেজাকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। অন্য হাফেজদেরও নগদ পুরস্কারে সম্মানিত করা হয়।
