অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:০১, ৫ নভেম্বর ২০২৫
সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: এএফপি
নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে।
বিসিবির সঙ্গে তার ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। বিষয়টি সালাউদ্দিন নিজেই ‘ক্রিকবাজ’-কে নিশ্চিত করেছেন। তিনি সংক্ষেপে বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” তবে এর বিস্তারিত কারণ প্রকাশ করেননি তিনি।
বিসিবির এক পরিচালক জাগো নিউজের কাছে জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তবে সালাউদ্দিনের পদত্যাগের খবরও অস্বীকার করা হয়নি।
২০২৪ সালের নভেম্বরে বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন। ডেভিড হেম্পের বিদায়ের পর থেকে তিনি জাতীয় দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা এবং ফলাফলহীনতা তাকে তীব্র সমালোচনার মুখে ফেলে।
এরই মধ্যে বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে, যিনি আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই দায়িত্ব নেবেন।
আয়ারল্যান্ড সিরিজ সূচি
আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর ঢাকায় আসবে।
প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর, সিলেট
দ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর, ঢাকা
টি-টোয়েন্টি সিরিজ: ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর, চট্টগ্রাম
