বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

রুবাবা দৌলাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ইরফানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:০২, ৫ নভেম্বর ২০২৫

রুবাবা দৌলাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ইরফানের

রুবাবা দৌলা মতিন / ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা মতিন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পর তিনি প্রথম বোর্ড সভাতেও অংশ নেন। কিন্তু এর একদিন পরেই এই নারী কর্মকর্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অশোভন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ফেসবুক পেজে রুবাবার একটি ছবি পোস্ট করে ইরফান লেখেন—“এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।”

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। বহু নেটিজেন মন্তব্যটিকে “কুরুচিপূর্ণ” ও “নারীবিদ্বেষী” হিসেবে চিহ্নিত করেন। অনেকে বলেন, একজন দায়িত্বশীল শিল্পীর কাছ থেকে এ ধরনের মন্তব্য নারীর প্রতি অসম্মানজনক এবং যৌনভাবে হেয়প্রবণ।

অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন—“রসিকতা আর নোংরামির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যা করেছেন, তা রসিকতা নয়—এটি নারীকে যৌনভাবে হেয় করা। আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করুন, এমন মন্তব্য শুনে কেমন লাগবে?”

তিনি আরও দাবি করেন, ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

বিতর্ক ছড়িয়ে পড়লে অভিনেতা নিজের অবস্থান ব্যাখ্যা করেন মন্তব্যের ঘরে। তিনি লেখেন—“আমি বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি মেধাবী ও সুন্দরী। আমি বোঝাতে চেয়েছি, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনো যদি খেলোয়াড়রা পারফর্ম না করে, তাহলে দোষ কার?”

তিনি আরও জানান, ভুল বোঝাবুঝি এড়াতে পোস্টটি মুছে ফেলেছেন।

এই অভিনেতা লেখেন, “পাবলিক উল্টোপাল্টা কমেন্ট করছে, তাই সরিয়ে নিচ্ছি। না বুঝে ঘৃণা ছড়াবেন না,” এরপর অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি ডিলিট করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ এনসিপির
অনুমোদন পেল জাপাা বরগুনা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
মাদকাসক্তিতে ক্যারিয়ার শেষ উইলিয়ামসের!
বাংলাদেশে প্রথম আইরিশ শিল্পীর একক প্রদর্শনী
একীভূত ৫ ইসলামি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, বসছেন প্রশাসকরা
সুষ্ঠু নির্বাচন চাই, সেনানিবাসে ফিরে যেতে চাই
অক্ষয়ের প্রতি টুইঙ্কেলের ভালোবাসা, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে