রুবাবা দৌলাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ইরফানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:০২, ৫ নভেম্বর ২০২৫
রুবাবা দৌলা মতিন / ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা মতিন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পর তিনি প্রথম বোর্ড সভাতেও অংশ নেন। কিন্তু এর একদিন পরেই এই নারী কর্মকর্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অশোভন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
নিজের ফেসবুক পেজে রুবাবার একটি ছবি পোস্ট করে ইরফান লেখেন—“এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। বহু নেটিজেন মন্তব্যটিকে “কুরুচিপূর্ণ” ও “নারীবিদ্বেষী” হিসেবে চিহ্নিত করেন। অনেকে বলেন, একজন দায়িত্বশীল শিল্পীর কাছ থেকে এ ধরনের মন্তব্য নারীর প্রতি অসম্মানজনক এবং যৌনভাবে হেয়প্রবণ।

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন—“রসিকতা আর নোংরামির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যা করেছেন, তা রসিকতা নয়—এটি নারীকে যৌনভাবে হেয় করা। আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করুন, এমন মন্তব্য শুনে কেমন লাগবে?”
তিনি আরও দাবি করেন, ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।
বিতর্ক ছড়িয়ে পড়লে অভিনেতা নিজের অবস্থান ব্যাখ্যা করেন মন্তব্যের ঘরে। তিনি লেখেন—“আমি বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি মেধাবী ও সুন্দরী। আমি বোঝাতে চেয়েছি, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনো যদি খেলোয়াড়রা পারফর্ম না করে, তাহলে দোষ কার?”
তিনি আরও জানান, ভুল বোঝাবুঝি এড়াতে পোস্টটি মুছে ফেলেছেন।
এই অভিনেতা লেখেন, “পাবলিক উল্টোপাল্টা কমেন্ট করছে, তাই সরিয়ে নিচ্ছি। না বুঝে ঘৃণা ছড়াবেন না,” এরপর অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি ডিলিট করেন।
