যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি ইউপিএস কার্গো বিমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং তাতে ভয়াবহ আগুন ধরে যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কাছাকাছি একটি ফুয়েল রিসাইক্লিং কোম্পানির ভবনে আঘাত করে। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনে বিমান ও আশপাশের ভবনগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানটিতে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন (১ লাখ ৪৪ হাজার লিটার) জ্বালানি—যা বিস্ফোরণের পর আগুনের ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনগুলোও পুড়ে যায়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন, তবে তাদের কারও খোঁজ এখনো মেলেনি। উদ্ধারকাজে দমকল বাহিনী, পুলিশ ও ফেডারেল তদন্ত সংস্থার সদস্যরা কাজ করছেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল হওয়া বা জ্বালানি লিকের কারণে বিস্ফোরণ ঘটতে পারে।
ইউপিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারগুলোর পাশে আছি। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।”
